পাপ থেকে মুক্ত হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিকে পাঁচটি যজ্ঞ করতে হয়




পাঁচটি যজ্ঞঃ
১. বেদ অধ্যয়নঃ ভগবান কেন্দ্রিক শাস্ত্র অধ্যয়ন (শ্রীল প্রভুপাদ গ্রন্থাবলী)
২. হোম যজ্ঞঃ বিষ্ণু প্রীতার্থে যজ্ঞ করা (ভগবদ্ভক্তরা নিত্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহন করে)
৩. (পূর্ব পুরুষদের তর্পন) পিতৃ তর্পনঃ একজন ভগবদ্ভক্ত ভগবানের সেবা করার মাধ্যমে পূর্বপুরুষদের কল্যান সাধন করেন
৪. ভূতবলিঃ হরিনাম প্রচারের মাধ্যমে জীবের কল্যান সাধন করা
৫. অতিথি পূজাঃ বৈষ্ণব সেবা হচ্ছে যথার্থ অতিথি পূজা


   






            
  

Post a Comment

0 Comments

Close Menu