শীতে শিশুর যত্ন




👉 শীতে শিশুর যত্ন নেওয়ার ১০টি টিপস :

১. আপনার শিশুকে গরম ও আরামদায়ক পোশাক পরান

২. তার ঘরের সঠিক তাপমাত্রা বজায় রাখুন

৩. আপনার শিশুকে ম্যাসাজ করুন

৪. স্তন্যপান করান, কারণ এটি আপনার শিশুর পুষ্টির প্রধান উৎস

৫. সংক্রমণের কোন ও রুপ লক্ষণের দিকে নজর রাখুন

৬. টীকাদানের সময়সূচী মেনে চলুন

৭. হালকা কম্বল ব্যবহার করুন

৮. আপনার শিশুকে বাইরে নিয়ে যাওয়ার সময় সাবধান ও সতর্কতা অবলম্বন করুন   

৯. আপনার নিজস্ব স্বাস্থ্যবিধি বজায় রাখুন

১০. স্নান করান তবে কদাচিৎ   
                                      

Post a Comment

0 Comments

Close Menu