অনুকরণ এবং অনুসরণ




"অনুকরণ, অনুসরণ - দুটি সংস্কৃত শব্দ। একটি হলো নকল করা, আর একটি হলো পদাঙ্ক অনুসরণ করা। যদি কেউ মহান ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণের প্রচেষ্টা করেন, তা খুবই উত্তম, কিন্তু আমরা অনুকরণ করতে পারি না। অনুকরণ করা বিপজ্জনক।"

~ শ্রীল প্রভুপাদ (লস্ এঞ্জেলস, ডিসেম্বর ২৩, ১৯৭০)




Post a Comment

0 Comments

Close Menu