👉ভগবানের ভক্তবাৎসল্য
অনন্যাশ্চিন্তয়ন্তঃ মাম্ যে জনাঃ পর্যুপাসতে।
তেষাং নিত্য অভিযুক্তানাম্ যোগক্ষেমম্ বহামি অহম্।।
শ্রীমদ্ভগবদগীতা ৯/২২
অনুবাদঃ অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যাঁরা আমার উপাসনা করেন, আমি তাঁদের সমস্ত অভাব পূরণ করি এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি।
তাৎপর্যঃ যিনি কৃষ্ণভাবনা ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না, তিনি সব সময়ই শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, সেবন, সখ্য এবং আত্মনিবেদন - এই নববিধা ভক্তিপরায়ণ হয়ে চব্বিশ ঘণ্টা কৃষ্ণভাবনায় মগ্ন থাকেন। যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং পূর্ণরুপে কৃষ্ণভাবনায় ভাবিত হলে, তিনি তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হওয়ার থেকে রক্ষা করেন।

0 Comments