পূর্ণজ্ঞানে শরণাগতি




👉পূর্ণজ্ঞানে শরণাগতি
বহুনাম্ জন্মনাম্ অন্তে জ্ঞানবান্ মাম্ প্রপদ্যতে।
বাসুদেবঃ সর্বম্ ইতি সঃ মহাত্মা সুদুর্লভঃ।।
শ্রীমদ্ভগবদগীতা ৭/১৯
অনুবাদঃ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম কারণ রুপে জেনে আমার শরণাগত হন। সেইরুপ মহাত্মা অত্যন্ত দুর্লভ।
তাৎপর্যঃ বহু বহু জন্মের ভগবদ্ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্তব্যকর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে, পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরমপুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে, সাধক যখন ভোগাসক্তির জড়বন্ধন নিবৃত্তি করার চেষ্টা করেন, তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট থাকে, কিন্তু ক্রমে ক্রমে সে যখন উন্নতি লাভ করে, তখন সে বুঝতে পারে যে, পারমার্থিক জীবনেও অপ্রাকৃত কর্তব্যকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ।

Post a Comment

0 Comments

Close Menu