দেব-দেবীর উপাসনা




👉দেব-দেবীর উপাসনা 
অন্তবৎ তু ফলম্ তেষাম্ তদ্ ভবতি অল্পমেধসাম্।
দেবান্ দেবযজঃ যান্তি মৎ ভক্তাঃ যান্তি মাম্ অপি।।
শ্রীমদ্ভগবদগীতা ৭/২৩
অনুবাদঃ অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী। দেবতাদের উপাসকেরা তাঁদের আরাধ্য দেবতাদের লোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হন।
তাৎপর্যঃ দেব-দেবীদের তুষ্ট করার ফলে যে বর লাভ হয়, তা ক্ষণস্থায়ী, কারণ এই জড় জগতে সব কিছু অনিত্য-সেই সমস্ত দেব দেবীরা, তাঁদের ধাম এবং তাঁদের অনুচর-এ সবকিছুই অনিত্য। তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে, দেব-দেবীর পূজা করে যে ফললাভ হয়, তা ক্ষণস্থায়ী এবং অল্পবুদ্ধিসম্পন্ন মানুষেরাই কেবল এই সমস্ত দেব-দেবীর পূজা করে থাকে। ভগবানের শুদ্ধ ভক্ত কিন্তু ভগবানের সেবা করার ফলে সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন। তিনি যা প্রাপ্ত হন, তা দেবোপাসকদের প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। পরমেশ্বর ভগবান অসীম, তাঁর অনুগ্রহ অসীম, তাঁর করুণাও অসীম। তাই তাঁর শুদ্ধ ভক্তের উপর তাঁর যে করুণা বর্ষিত হয়, তা অসীম।

Post a Comment

0 Comments

Close Menu