জড়া প্রকৃতি এবং তার নিয়ন্তা




👉জড়া প্রকৃতি এবং তার নিয়ন্তা
ময়া অধ্যক্ষেণ প্রকৃতিঃ সূয়তে স চরাচরম্।
হেতুনানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে।।
শ্রীমদ্ভগবদগীতা ৯/১০
অনুবাদঃ হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি  করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়।
তাৎপর্যঃ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে, প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ সম্বন্ধে সম্পূর্ণ নির্লিপ্ত থাকলেও ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা। পরমেশ্বরের পরম ইচ্ছাশক্তির প্রভাবে এই জড়জগতের প্রকাশ হয়, কিন্তু তার পরিচালনা করেন জড়া প্রকৃতি। এর মর্মার্থ হচ্ছে ভগবানের পরিচালনা ব্যতীত জড়া প্রকৃতি কিছুই করতে পারে না। তথাপি সব রকমের লোকিক ক্রিয়ার সঙ্গে তাঁর কোনো সংসর্গ নেই।

Post a Comment

0 Comments

Close Menu